বিনামূল্যে করোনা টেস্ট ইমেল থেকে সাবধান, ফাঁদ পেতেছে হ্যাকাররা

২১ জুন, ২০২০ ১৪:২৬  
চীন ও উত্তর কোরিয়ায় হ্যাকাররা বিশ্বের অনেক দেশে বড়সড় জালিয়াতির পরিকল্পনা করছে। এই জালিয়াতিতে ৫০ লাখের বেশি মানুষ এবং কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে। সিঙ্গাপুরের সাইবার সিকিউরিটি কোম্পানি সাইফারমা জানিয়েছে হ্যাকাররা ফিসিং অ্যাটাক করবে। যেখানে জাপানের ১১ লক্ষ ব্যবহারকারী, ভারতের ২০ লক্ষ ব্যবহারকারী এবং ব্রিটেনের ১ লক্ষ ৮০ হাজার ব্যবহারকারীর ইমেল আইডিতে, বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট করানোর ইমেল পাঠানো হতে পারে। এই ইমেলে হ্যাকাররা কোনো লিংক বা অ্যাটাচ ফাইল পাঠাতে পারে। যেখানে ক্লিক করলেই ডিভাইস হ্যাক হয়ে যাবে। অথবা ওই লিংকে ক্লিক করলে মানুষকে অন্য একটি জাল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেই ওয়েবসাইটে ওই ব্যক্তিদের নিজের ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। এই তথ্য দিয়ে দিলেই হ্যাকাররা তার কাছ থেকে টাকা পয়সা চুরি করে নেবে। উল্লেখিত বা কোনো অচেনা ইমেল আইডি থেকে কোনো ইমেল এলে আপনার সেই ইমেল খোলার দরকার নেই। ইমেলে আসা কোনো অ্যাটাচমেন্ট ফাইল বা লিংকে নিশ্চিত না হয়ে ডাউনলোড বা ক্লিক করবেন না। কোনো রকম অফারের ইমেল এড়িয়ে চলবেন। শুধু তাই নয় স্প্যাম ফোল্ডারে আসা ইমেল খুলবেন না।